সম্প্রতি কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারী লেভেল পরীক্ষার (SSC CHSL 2024) বিজ্ঞপ্তি জারি করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে প্রায় 3712 টি পোস্টে চাকুরী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসুন জেনে নিই শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে।


নিয়োগের বিবরণ:

  • নোটিশ প্রকাশের তারিখ: 08/04/2024 তারিখে নোটিশ প্রকাশিত হয়েছে।
  • সংস্থা: কেন্দ্রীয় সরকার
  • নিয়োগস্থল: সারা ভারতের যে কোনো জায়গায় নিয়োগ করা হবে।
  • পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট (JSA), পোস্টাল অ্যাসিস্টেন্ট (PA) বা শর্টিংঅ্যাসিস্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ করা হবে।
  • পদের সংখ্যা: প্রায় 3712 টি

শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা: ভারতের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (10+2) পাস করে থাকলে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট নম্বরের কোনো কড়াকড়ি নেই।

নিয়োগ পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্ট (CBT) এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে CBT 1 পরীক্ষা হবে 2024 সালের জুন বা জুলাই মাসে। এই পরীক্ষায় সফল হলে CBT 2 পরীক্ষার জন্য ডাক পাবেন।

আবেদনের পদ্ধতি: SSC এর ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। নিচে আবেদন করার লিংক দেওয়া হলো। আবেদন করার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য নোটিফিকেশনটি ডাউনলোড করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদন শুরুর তারিখ: আবেদন করা শুরু হয়ে গাছে 08/04/2024 তারিখ থেকে।
  • আবেদন করার শেষ তারিখ : 07/05/2024 রাত 11 টা পর্যন্ত আবেদন করা যাবে।

অতিরিক্ত তথ্য:

By Suvajit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *